
কমিউনিটি মিডিয়াকে দেওয়া তহবিল ফেডারেল সরকার পূর্ণাঙ্গ মূল্যায়ন করে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ পরামর্শক ইহুদিদের নিয়ে টুইটারে বিরূপ মন্তব্য করার পর এ ঘোষণা দিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি মিডিয়া অ্যাডভোকেসি সেন্টারকে সব ধরনের তহবিল প্রদান সরকার বন্ধ করে দিয়েছে এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটা নিশ্চিত করতে পদ্ধতি তৈরি করছে। জেনোফোবিয়া, বর্ণবাদ ও ইহুদিবিদ্বেষ ছড়ানো কোনো সংগঠনের কাছে ফেডারেল ডলার যাওয়া কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
ডাইভারসিটি মন্ত্রী আহমেদ হুসেন এর আগে কমিউনিটি মিডিয়া অ্যাডভোকেসি সেন্টারের ১ লাখ ৩৩ হাজার ডলার কর্তন করেন এবং তারা যে বর্ণবাদবিরোধী প্রকল্পটি দেখভাল করছিল সেটিও স্থগিত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন এ মন্তব্য করলেন, ঠিক একই সময়ে সংস্থাটিকে দেওয়া আগের তহবিলও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ক্রাউন-ইনডিজিনাস মন্ত্রী মার্ক মিলার বলেন, কানাডা সামার জবস কর্মসূচির আওতায় ২০১৮ সালে কমিউনিটি মিডিয়া অ্যাডভোকেসি সেন্টারকে দেওয়া তহবিল তিনি ফেরত চান । মন্ত্রণালয়টি এ বছর আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটি শুরু করেছে।
মিলার এক টুইটার পোস্টে বলেছেন, ইহুদিবিদ্বেষীয় দৃষ্টিভঙ্গি বহনকারী কোনো সংস্থা সরকারের অর্থের এক সেন্টও পাবে না। মারুফেরর সঙ্গে তাঁর কখনও সাক্ষাৎ হয়নি।