
ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় কেরিয়ারে ইতি টেনেছেন জাইরা ওয়াসিম। ২০১৯ সালের ৩০শে জুন সকলকে অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো ছবির মুখ জাইরা ঘোষণা করেন শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি।
বিপন্ন ধর্ম-বিশ্বাস এই কারণ দেখিয়ে জাইরার অকাল অবসর নিয়ে কম শোরগোল পড়েনি, তবে নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যে। অভিনয় ছাড়ার আড়াই বছর পর প্রথমবার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন জাইরা।
আরও পড়ুন : ‘যে মানুষ মাদক আর নারী অভ্যাস ছাড়বে না, তাকে সুস্থ করা সম্ভব না’
জাইরার পোস্ট করা ছবিতে একটা ব্রিজের উপর হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। বুরখা পরে রয়েছেন প্রাক্তন নায়িকা। ক্যামেরার দিকে পিঠ করে রয়েছেন তিনি, ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘অক্টোবর সামের সূর্যকিরণ’।
ছবিতে তাঁর মুখ দেখা যাচ্ছে না, তবুও এতোদিন পর জাইরার ঝলক দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস