
সের মধ্যে দুষ্টুমি করেছে। এতে রাগ করেছেন শিক্ষক। শিক্ষকের রাগ ভাঙাতে ওই শিক্ষার্থী একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন ঘটনার একটি মনোমুগ্ধকর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল সোমবার টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, রেগে যাওয়া শিক্ষককে খুশি করতে ছোট ছেলেটি চেষ্টা করেই যাচ্ছে। ছেলেটি অনবরত তার শিক্ষকের কাছে ক্ষমা চাচ্ছে এবং প্রতিজ্ঞা করছে, সে আর দুষ্টুমি করবে না। একপর্যায়ে রাগ গলাতে শিক্ষকের গালেও অনেকবার চুমু দেয় সে।
ভিডিওতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, ‘তুমি বারবার বলেছ তুমি তা করবে না কিন্তু এখনো করছ। আমি তোমার সঙ্গে কথা বলব না। তুমি একবার বলেছিলে তুমি সেটা আর করবে না কিন্তু তুমি করেছ।’ তখন ওই শিশু তার শিক্ষককে জড়িয়ে ধরে বলে, ‘ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।’
ভিডিও’র শেষে দেখা যায়, ওই শিশু শিক্ষকের রাগ ভাঙাতে সক্ষম হয়েছে। তবে যে স্কুলে এই ঘটনা ঘটেছে তার নাম এবং শিক্ষকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
টুইটারে ভিডিওটি দুই লাখ ৮২ হাজারের বেশিবার দেখা হয়েছে। লাইক পড়েছে ১৬ হাজারের বেশি। মন্তব্যের ঘরে ব্যবহারকারীরা প্রশংসায় ভাসাচ্ছেন।