18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নতুন করে সংঘর্ষে জড়াল আর্মেনিয়া ও আজারবাইজান, নিহত প্রায় ১০০

নতুন করে সংঘর্ষে জড়াল আর্মেনিয়া ও আজারবাইজান, নিহত প্রায় ১০০ - the Bengali Times

সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান আবারও যুদ্ধে জড়িয়েছে। সোমবার রাতভর সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন।

- Advertisement -

নিহতদের মধ্যে ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের।

বুধবার (১৪ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আজারবাইজানের সেনা নিহতের তথ্যও সামনে এলো।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, রাতভর চলা এ সংঘর্ষে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়া বলেছে, সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য তারা একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে।

প্রতিবেশী দেশ দু’টি একে অপরের সঙ্গে দু’টি যুদ্ধ করেছে এবং তিন দশক ধরে নিয়মিত ছোট ছোট সংঘর্ষ জড়িত হয়েছে। দু’দেশের মধ্যে ঝামেলার মূলে রয়েছে নাগোরনো-কারাবাখ অঞ্চল, যা মূলত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অঞ্চল হিসেবে স্বীকৃত। বিতর্কিত এ অঞ্চল নিয়ে ২০২০ সালে প্রাণঘাতী এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল আজারবাইজান ও আর্মেনিয়ার। দু’দেশের সৈন্যদের হামলা-পাল্টা হামলায় সেই যুদ্ধে উভয়পক্ষের সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles