9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইন্টারনেট ছাড়াই মেইল পাঠানোর সুবিধা আনল জি-মেইল

ইন্টারনেট ছাড়াই মেইল পাঠানোর সুবিধা আনল জি-মেইল - the Bengali Times

ইন্টারনেট ছাড়াও ই-মেইল পাঠানোর সুবিধা দিচ্ছে টেক জায়ান্ট গুগলের জি-মেইল। খুব সহজেই কাজটি করা যাবে। মেইল ডট গুগল ডটকম (mail.google.com)-এ গিয়ে ইন্টারনেট না থাকলেও জি-মেইলের বার্তা পড়তে এবং জবাব দেওয়া যাবে।

- Advertisement -

এছাড়াও ইন্টারনেট ছাড়াই এখন পুরোনো মেইলও খুঁজে বের করতে পারবেন। এজন্য প্রথমে কম্পিউটার বা মোবাইলের ক্রোম ব্রাউজার ডাউনলোড বা ইনস্টল করুন। সেখানে থেকে মেইল ডট গুগল ডটকম লিঙ্কে ব্রাউজ করুন। এবার এটি বুকমার্ক করে রাখুন।

জি-মেইলের অ্যাড্রেস বারের ডান পাশের তারা বা স্টার চিহ্ন পাবেন। সেটি ক্লিক করলে নীল বর্ণ ধারণ করবে। অর্থাৎ সেটি আপনার ব্রাউজারে বুকমার্ক হয়ে আছে। এবার যখন খুশি বুকমার্ক থেকে জি-মেইলে অ্যাক্সেস করুন। ইন্টারনেট ছাড়াই এখানে ই-মেইল পাঠাতে পারবেন, পড়তেও পাড়বেন।

আপাতত শুধু ক্রোম ব্রাউজারেই অফলাইন জিমেইল ব্যবহার করা যাবে। ক্রোম ছাড়া অন্য ব্রাউজারে এই সুবিধা মিলছে না।

- Advertisement -

Related Articles

Latest Articles