14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ধর্ষণ করে গাছে ঝোলানো হলো দুই নাবালিকার দেহ

ধর্ষণ করে গাছে ঝোলানো হলো দুই নাবালিকার দেহ - the Bengali Times

বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকার দেহ গাছে ঝুলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাদের ওড়না দিয়েই গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ওই দুই নাবালিকাকে। তার আগে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ যাদের আটক করেছে, তাদের নাম- সুহেইল, জুনেইদ, হাফিজুল, করিমুদ্দিন ও আরিফ। এছাড়াও ছোটু বলে ওই নাবালিকাদের প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করা হয়। ছোটুর মাধ্যমেই সুহেইল এবং জুনেইদের সঙ্গে ওই দুই নাবালিকার আলাপ হয় বলে পুলিশ জানিয়েছে। সে কারণেই ছোটুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, সুহেইল এবং জুনেইদ ওই দুই নাবালিকাকে আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ওই নাবালিকারা বিয়ে করতে চাইলে তাদের প্রাণে মেরে দেওয়া হয়। তারা আত্মহত্যা করেছে, এমনটা প্রতিষ্ঠা করতে তাদের দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। বাকিরা সে সময় সুহেইল এবংজুনেইদকে সাহায্য করে বলে অভিযোগ।

পুলিশের দাবি, ওই দুই নাবালিকা সুহেইল ও জুনেইদের সঙ্গে স্বেচ্ছায় গেছিল। কিন্তু দুই নাবালিকার বাড়ির লোকের অভিযোগ, তাদের বাইকে করে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ছিল, আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্র। যা নিয়ে এখনো মামলা চলছে। ওই ঘটনা যেখানে ঘটেছিল, তার অনতিদূরেই বুধবারের ঘটনাটি ঘটেছে।

খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। বিরোধী নেতা অখিলেশ যাদব বলেছেন, যোগী আদিত্যনাথের গুন্ডারা এ কাজ করেছে। কংগ্রেসও এ ঘটনার তীব্র নিন্দা করেছে। ঘটনাস্থলে উচ্চপর্যায়ের তদন্ত দল পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সৌজন্যে : ডয়েচে ভেলে

- Advertisement -

Related Articles

Latest Articles