9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা - the Bengali Times

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

আজ শুক্রবার সকালে উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে ইমরানের পূর্ববিরোধ ছিল। বিরোধের জেরে আজ সকালে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন :: রেলওয়ের ৭ হাজার অস্থায়ী শ্রমিকের মাথায় হাত

স্বজনরা বলছেন, চার মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে ইমরানের দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে ইমরানকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকে কাজ শুরু করেছে পুলিশ।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles