-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

গ্রেফতার করতে গেলে পুলিশকে আঁচলে বেঁধে রাখবেন: কাদের মির্জা

গ্রেফতার করতে গেলে পুলিশকে আঁচলে বেঁধে রাখবেন: কাদের মির্জা - the Bengali Times I Bengali Newspaper in Canada
উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন কাদের মির্জা ছবি সংগৃহীত

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, পুলিশ গ্রেপ্তার করতে গেলে দরজা খুলবেন না। বেশি বাড়াবাড়ি করলে কাপড়ের আঁচল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবেন। পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা করা হবে। আর কাউকে গ্রেপ্তার করলে পুলিশকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। আজ শনিবার বিকেলে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গ্রেপ্তার করতে গেলে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দেওয়ারও হুমকি দিয়েছেন কাদের মির্জা। কাদের মির্জা বলেন, নোয়াখালীর এসপি, ইউএনও, ওসি একজোট হয়ে এখানে ত্রাস ও অত্যাচার চালাচ্ছে। ভূমিদস্যুদের হাতে কোটি কোটি টাকা মূল্যের সরকারি খাস জায়গার দখলদারিত্ব দিচ্ছে। পুলিশ ঘরে ঘরে গিয়ে মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করতে না পেরে মা-বোনদের ওপর অত্যাচার, নির্যাতন, অশ্লীল আচরণ করছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।

- Advertisement -

তিনি বলেন, বলেন, আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরও আমাদের বিরুদ্ধে পুলিশ ‘‘অ্যাসল্ট’’ মামলা হয়। পুলিশ আমার গায়ে হাত দেয়। এরশাদের জাপা, খালেদার বিএনপি সরকারের আমলেও এরকম ঘটনা ঘটেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles