2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভক্তদের মানববন্ধন লাইভ দেখালেন মাহমুদউল্লাহপত্নী

ভক্তদের মানববন্ধন লাইভ দেখালেন মাহমুদউল্লাহপত্নী - the Bengali Times

ছবি সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাহমুদউল্লাহর টি-টোয়েন্টিতে আর বিশেষ কিছু দেওয়ার নেই। তবে মাহমুদউল্লাহর ভক্তরা প্রতিবাদে রীতিমতো রাস্তায় নেমেছেন।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে নেওয়ার দাবিতে বেশ কিছু সমর্থক মানববন্ধন করেন। এরপর তাদের মিছিল করতেও দেখা যায়। সেই প্রতিবাদের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ দেখিয়েছেন মাহমুদউল্লাহর সহধর্মীনী জান্নাতুল কাউসার মিষ্টি। ক্যাপশনে লিখেছেন, ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ’কে ফেরানোর জন্য ভক্তদের মানববন্ধন’ kalerkantho

- Advertisement -

এর আগে গত বুধবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যাতে মাহমুদউল্লাহর নাম না থাকায় তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি ফেসবুকে লিখেছিলেন,’এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!…..’। সেই পোস্টে মুশফিকুর রহিমের স্ত্রী এবং মিষ্টির বোন জান্নাতুল কাফিয়াত মন্ডি কমেন্ট করেছিলেন, ‘আরে না, তাদের হার্ড হিটিং টিম আছে। বলে বলে ছয় আর ছয়। ‘

- Advertisement -

Related Articles

Latest Articles