9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বাংলাদেশি মডেলের প্রেমে কোরিয়ান যুবক, বসলেন বিয়ের পিঁড়িতে

বাংলাদেশি মডেলের প্রেমে কোরিয়ান যুবক, বসলেন বিয়ের পিঁড়িতে - the Bengali Times
ছবি সংগৃহীত

আফরিনা রাজিয়া তৃণ। বাংলাদেশের র‌্যাম্প মডেলিংয়ে পরিচিত নাম। গত ১৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন দেশের এই মডেল। বর কোরিয়ান নাগরিক জিনবো চৈ। ঢাকার শুটিং ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

তৃণর বর জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। ঢাকাতেই পরিচয় তৃণর সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম।

- Advertisement -

জিনবো চৈ বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

তৃণ বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে ১৩ সেপ্টেম্বর এই দম্পতির গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles