তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ রবিবার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ঝাঁকুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ট্রেনের বগি লানচ্যুত, ভবনধসসহ পাহাড়ের রাস্তায় ছয় শতাধিক মানুষ আটকা পড়ে। খবর এনডিটিভির।
এনডিটিভি সাংবাদিক উমাশঙ্কর সিং টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন খেলনা ট্রেনের মতো কাঁপছে। এ সময় স্টেশনে থাকা অনেকেই প্ল্যাটফর্মে বসে পড়েন।
আরও পড়ুন :: ৬০ ছাত্রীর স্নানের ভিডিও ফাঁস, আত্মহত্যার চেষ্টায় হুলস্থূল বিশ্ববিদ্যালয় চত্ত্বর
উমাশঙ্কর তার টুইটে লিখেছে, ‘দেখুন ভূমিকম্পের সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি কিভাবে কাঁপতে শুরু করেছে। ’
শনিবারও একই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে রবিবারের ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী।
ताज़ा रिपोर्ट के मुताबिक़ ताइवान में आए भूकंप की तीव्रता 7.2 है। देखिए स्टेशन पर खड़ी ट्रेन भूकंप के दौरान कैसे हिचकोले लेने लगी
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) September 18, 2022
সূত্র : এনডিটিভি।