5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রেমিককে হাতেনাতে ধরতে বোরকা পরলেন ফারিয়া শাহরিন

 

Faria Shahrin : প্রেমিককে হাতেনাতে ধরতে বোরকা পরলেন ফারিয়া শাহরিন - the Bengali Times
ফারিয়া শাহরিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। পর্দায় খুব কম দেখা যায় তাকে। শুরু থেকেই খুব বেছে বেছে কাজ করেন তিনি। এর মধ্যে একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। নাটকটির নাম ‘চিরকুমার’।

- Advertisement -

১৬ সেপ্টেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। তরুন নির্মাতা তুহিন হোসেনের প্রথম ধারাবাহিক এটি। এই নাটকে অভিনেতা আরশ প্রথমবার কাজ করছে ফারিয়ার বিপরীতে।

ফারিয়া বলেন, এতে আমার চরিত্রটা খুব মজার । প্রেমিককে হাতেনাতে ধরার জন্য আজকে যেমন বোরকা পড়েছি। বয়ফ্রেন্ড্রের জন্য কোন লেভেলের পাগলামি করা যায় সেটা দেখা যাবে এই নাটকে। আমার বিশ্বাস দর্শক নাটকটি খুব পছন্দ করবেন।

এই নাটকে আরও অভিনয় করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনয়শিল্পী শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল এবং সালাউদ্দিন লাভলুসহ অনেক।

- Advertisement -

Related Articles

Latest Articles