10.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

‘জিনে ধরেছে’ বলে শিশুকে নদীতে চুবিয়ে হত্যা

‘জিনে ধরেছে’ বলে শিশুকে নদীতে চুবিয়ে হত্যা - the Bengali Times

গোপালগঞ্জের মুকসুদপুরে জিনে ধরার কথা বলে প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় নারী কবিরাজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না আসামি।

দণ্ডিতের নাম আকলিমা বেগম। তিনি মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের বাসিন্দা। নিহত ৯ বছর বয়সী নূর ইসলাম একই গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন :: ‘ওভাই’ অ্যাপের বেতনে চালকদের ‘সংসার চলে না’

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ মার্চ সকালে নূর ইসলামকে জিনে ধরেছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আকলিমা। পরে শিশুটিকে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করেনি তিনি। এরপর নূর ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি হত্যা মামলা করেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন আদালতের বিচারক।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles