9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

তরুণীর ফোন ছিনতাই করে পালালো চোর, ধরা পড়তেই জানা গেল প্রেমিকই ছিনতাইকারী!

তরুণীর ফোন ছিনতাই করে পালালো চোর, ধরা পড়তেই জানা গেল প্রেমিকই ছিনতাইকারী! - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের অধিকাংশ শহরেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। কখনো রাস্তা দিয়ে হাঁটার সময়ে গলার চেন টেনে বাইকবাহিনীর হামলা। কখনো আবার ট্রেনের কামরা থেকে মোবাইল ফোন ছিনতাই। তবে সম্প্রতি যে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তা দেখে চোখ কপালে উঠেছে অনেকের!

ভিডিওতে দেখা যাচ্ছে, কানে ফোন হাতে এক তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে স্কুটিতে একজন এসে তার ফোন ছিনতাই করে পালিয়ে যায়। তা দেখে ঠিক সিনেমার কায়দায় চোরের পিছু নেন আরেক মোটরসাইকেল চালক। শেষমেশ ওই ছিনতাইকারীকে ধরতে সমর্থ হয় ওই মোটরসাইকেল চালক। পরে তিনি ওই ছিনতাইকারীর হাত বেঁধে নিয়ে আসেন তরুণীর সামনে।

- Advertisement -

চোরকে দেখে তরুণী যেন আকাশ থেকে পড়লেন। তিনি বলে উঠলেন, তুমি! বাইকআরোহী তরুণীকে জিজ্ঞাসা করলেন, আপনি একে চেনেন? কাঁদতে কাঁদতে তরুণীর জবাব দেন, ও আমার প্রেমিক!

ভিডিওটি ইতোমধ্যেই ৫০ লাখ মানুষ দেখেছেন। ভিডিওটি দেখে অনেকেই মশকরায় মেতেছেন। কেউ ভিডিওর নীচে লিখেছেন, বিচ্ছেদের আগেই প্রেমিকার ফোন ঘাঁটতে চাইলে এর থেকে ভালো উপায় আর নেই!

- Advertisement -

Related Articles

Latest Articles