16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মুখ ঢেকে প্রেমিকের সঙ্গে স্ত্রী, মোটরবাইকে ধাওয়া করে ধরলেন স্বামী

মুখ ঢেকে প্রেমিকের সঙ্গে স্ত্রী, মোটরবাইকে ধাওয়া করে ধরলেন স্বামী - the Bengali Times
ছবি সংগৃহীত

এ যেন অ্যাকশন ছবির দৃশ্য। স্কুটিতে করে পালাচ্ছেন এক যুগল আর মেয়েকে মোটরসাইকেলে বসিয়ে পিছনে ধাওয়া করছেন এক বাবা। স্কুটিতে থাকা নারী আর কেউ নন, খোদ ধাওয়া করা ব্যক্তির স্ত্রী। শেষ পর্যন্ত সেই যুগলকে ধরে ফেলেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কৈলাস মন্দির রোডে।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্কুটির পিছনের আসনে বসে আছেন সাদা পোশাক পরা এক নারী। ওড়না দিয়ে তার মুখ ঢাকা। চোখে রোদচশমা। অন্য একটি বাইকে চেপে এসে তাদের ধরে ফেলেন নারীর স্বামী ও মেয়ে।

পুলিশ জানিয়েছে, বিবাদমান দম্পতির বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। দিন দু’য়েক আগে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন ওই ব্যক্তি। ঘটনার দিনও তীব্র বাদানুবাদ হয় তাদের। ঝগড়ার পর বাড়ির কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। চিন্তায় পড়ে তাকে খুঁজতে বের হন স্বামী ও মেয়ে।

রাস্তায় খুঁজতে বেরিয়ে কৈলাস মন্দির রোডে এক যুবকের সঙ্গে মুখ ঢেকে ঘুরতে দেখা যায় ওই নারীকে। মুখ ঢাকা থাকলেও স্ত্রীকে চিনতে অসুবিধা হয়নি স্বামীর। ধরে ফেলার পর স্ত্রীর প্রেমিককে ওই ব্যক্তি মারধর করেন বলেও অভিযোগ।

ভরদুপুরে এই কাণ্ড দেখে হাজির হয় পুলিশ। পরে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles