5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বাথরুমে পড়ে হাত ভাঙল সম্রাটের, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি

বাথরুমে পড়ে হাত ভাঙল সম্রাটের, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি - the Bengali Times

সদ্য কারামুক্ত যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বাথরুমে পড়ে আহত হয়েছেন। তার একটি হাত ভেঙে গেছে। অজ্ঞান অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্যাবিনেটে ভর্তি রাখা হতে পারে।

- Advertisement -

জানা গেছে, মঙ্গলবার বিকালে বনানীতে নিজের বাসাযর বাথরুমে পড়ে আহত হন সম্রাট। তার কাছের একজন সামিউল শেফায়েত। রমনা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি বলেন, ‘সম্রাট চাচার জন্য সবাই দোয়া করবেন। তিনি বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি খুবই অসুস্থ।’

আরও পড়ুন :: ড. কামালকে গণফোরাম থেকে অব্যাহতি দিলেন মন্টু-সুব্রত

এর আগে গত ১১ সেপ্টেম্বর ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সব মামলায় জামিনে কারামুক্ত হন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মুক্তির আনুষ্ঠানিকতা সারা হয়। কারা তত্ত্বাবধায়নে রাজধানীর এই হাসপাতালেই এতদিন সম্রাট চিকিৎসাধীন ছিলেন।

কারাগার থেকে মুক্তি পেলেও চিকিৎসার জন্য সম্রাট বঙ্গবন্ধু মেডিকেলের ডি ব্লকের সিসিইউতে ভর্তি ছিলেন কয়েকদিন। সেখান থেকে বেরিয়ে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হ‌ওয়ার চেষ্টা করছেন।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles