17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফোন করবেন না’ লিখে পাত্র চেয়ে বিজ্ঞাপন

‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফোন করবেন না’ লিখে পাত্র চেয়ে বিজ্ঞাপন - the Bengali Times

সম্প্রতি সামাজিক যোগাযোমাধ্যম টুইটারে পাত্র খোঁজার একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। এটি সামীর অরোরা নামের এক ব্যক্তি বিজ্ঞাপনের ছবিটি টুইটারে টুইট করেছেন।

- Advertisement -

পোস্ট করা ওই ছবিতে লেখা, ধনী পরিবারের ফর্সা ও সুন্দরী কন্যার জন্য পাত্র চাই। ২৪ বছর বয়সী পাত্রীর জন্য আইএএস, আইপিএস, চিকিৎসক বা শিল্পপতি পাত্র চাই।

আরও পড়ুন :: মুখ ঢেকে প্রেমিকের সঙ্গে স্ত্রী, মোটরবাইকে ধাওয়া করে ধরলেন স্বামী

বিজ্ঞাপনে পাত্রকে একই জাতের হতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিজ্ঞাপনটিতে আরও লেখা হয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যোগাযোগ করবেন না।’

যে ব্যক্তি ছবিটি শেয়ার করেছেন, তিনি রসিকতা করে ক্যাপশনে লিখেছেন, আইটির ভবিষ্যৎ বেশি ভালো নয়। কমেন্টে একজন লিখেছেন, দুশ্চিন্তা করবেন না।

ইঞ্জিনিয়াররা সংবাদপত্রের বিজ্ঞাপনের ওপর নির্ভর করেন না। তারা নিজেরাই সবকিছু খুঁজে নেন।

- Advertisement -

Related Articles

Latest Articles