
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা তেরেসা ট্যাম
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম বলেছেন, পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা মিশ্র ডোজের কার্যকারিতা যুক্তরাষ্ট্র ও অন্যান্য শীর্ষস্থানীয় গন্তব্যগুলোতে পাঠিয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার মতো অন্য এমআরএনএ ভ্যাকসিনের কার্যকারিতার তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কানাডা আংশিক সক্রিয়।
এদিকে, কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণের ক্ষেত্রে মিশ্র ভ্যাকসিন নিয়ে এখনও যেসব দেশের মধ্যে দ্বিধা আছে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ একই ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণকেই কেবল পুরোপুরি ভ্যাকসিনেটেড বলে বিবেচনা করছে।
অনেক দেশের স্থানীয়ভাবে তৈরি এ ধরনের কোনো উপাত্ত নেই। তাই তারা যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য তাদের সঙ্গে কাজ করছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মানসম্পন্ন একটি ভ্যাকসিন পাসপোর্টের বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।