9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

এমপির ছেলের নামে অভিযোগ, পরের পোস্টে ক্ষমা চাইলেন চিত্রনায়িকা!

এমপির ছেলের নামে অভিযোগ, পরের পোস্টে ক্ষমা চাইলেন চিত্রনায়িকা! - the Bengali Times
নবাগত চিত্রনায়িকা নিশাত সালওয়া

সিলেটের এক সাবেক সংসদ সদস্যের ছেলে নবাব আলী হাসিব খানের নামে প্রাণনাশের হুমকি অভিযোগ তোলেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা নিশাত সালওয়া। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

পোস্টটির কয়েক ঘণ্টা যেতে না যেতেই ‘ক্ষমা’ চেয়ে আরেকটি পোস্ট করেন নিশাত সালওয়ার। ওই তিনি বলেন, ‘কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণে রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সিলেটের সবাই আশা করছি ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে রাগ করে ব্যক্তিগত সম্পর্কের ঝগড়ার কথা আমার পাবলিকলি বলা ঠিক হয়নি। আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি। এটাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ রইলো। ধন্যবাদ’

- Advertisement -

এর আগে চিত্রনায়িকা সালওয়া বলেন, ‘হাসিব হুমকি দিচ্ছেন, তার কাছে নাকি আমার বিশেষ ভিডিও ফুটেজ, স্টিল ছবি আছে। সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে সে। আমি আর এসব হুমকি নিতে পারছি না। এর প্রতিকার পেতে হাসিবের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ দিই। পরিবার আশ্বাস দিলেও কাজ হয়নি। প্রেমের বিষয়টি হাসিবের পরিবার জানত। এ ঘটনার পর তার ছোট বোনকে বিষয়টি জানিয়েছি। রাগের মাথায় হাসিব এসব করছে, ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিছুই ঠিক হয়নি। একের পর এক হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েই যাচ্ছেন।’

তাবে তার এই অভিযোগ অস্বীকার করেন এমপি পুত্র নবাব আলী হাসিব খান। তিনি আমাদের সময়কে বলেন, ‘সালওয়াকে কোনো হুমকি তিনি দেননি।’

- Advertisement -

Related Articles

Latest Articles