2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পরীক্ষার হলে ছেলে, প্রশ্নপত্র এলো আওয়ামী লীগ নেতার ফোনে

পরীক্ষার হলে ছেলে, প্রশ্নপত্র এলো আওয়ামী লীগ নেতার ফোনে - the Bengali Times
আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদার

টাঙ্গাইলের মির্জাপুরে মোবাইলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের পচগাও গ্রামের কালু সিকদারে ছেলে বলে জানা গেছে।

- Advertisement -

জানা গেছে, ওই কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিলো বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের মোবাইল ফোনে চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইয়াসিন সিকদারের মোবাইল ফোনটি জব্দ এবং তাকে আটক করেন। পরে চলমান পরীক্ষ পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র তার মোবাইলে পাওয়ার পর তাকে ছয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(খ), (গ) থারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles