7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মধ্যরাতে ইডেন কলেজে উত্তাপ

মধ্যরাতে ইডেন কলেজে উত্তাপ - the Bengali Times
ইডেন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন

ছাত্রলীগের কোন্দলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ। হলের সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে কথা বলায় ইডেন কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের অনুসারীদের বিরুদ্ধে।

এ নিয়ে ইডেন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ ঘটনার জন্য শিক্ষার্থীরা ‘ব্যর্থ’ কলেজ প্রশাসনের পদত্যাগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করার দাবি জানান।

- Advertisement -

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার পর ঘটনার সূত্রপাত হয়। এখনও উত্তপ্ত অবস্থায় রয়েছে কলেজ ক্যাম্পাস। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, কামরুন নাহার জ্যোতিসহ কয়েকজন নেত্রী জান্নাতুল ফেরদৌস ও তার বোনকে নির্যাতন করেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, তারা আমাকে রুমে নির্যাতন করেছেন। আমি কথা বলতে পারছি না।

ইডেন কলেজের বঙ্গমাতা হলের প্রভোস্ট নাজমুন নাহার বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles