2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এক দশক পর বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা

এক দশক পর বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা - the Bengali Times

বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা। প্রায় এক দশকেরও বেশি সময় পর কর্মী নিতে রাজি হয়েছে দেশটি। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে ভিসা দিয়েছে দেশটি। এছাড়া আরও ৪০জন কর্মী দেশটিতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

- Advertisement -

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, মলদোভায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা বাংলাদেশি কর্মী নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেয়া হয়েছে। তারা অ্যালুমিনিয়ামের জানালা তৈরির কারখানায় কাজ করবে।

এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। তবে এবার চালু হচ্ছে। মলদোভায় যাওয়ার জন্য আরও ৪০ জন কর্মী অপেক্ষায় রয়েছেন বলেও বার্তায় জানান মোমেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles