14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৬ বছরের মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

৬ বছরের মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক - the Bengali Times

ফেনীতে ছয় বছর বয়সী মাদরাসার এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফখরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

অভিযুক্ত ফখরুল ইসলাম ফেনী সদর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

জানা যায়, ভুক্তভোগী শিশু ফেনীর স্থানীয় একটি নুরানী মাদরাসার ছাত্রী। সোমবার অভিযুক্ত ফখরুল ইসলাম শিশু ছাত্রীটিকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটিকে কাউকে কিছু না বলতে মানা করা হয়। বিকেলে ছাত্রীটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং ধর্ষণের কথা মাকে জানায়। পরে এ ঘটনা এলাকায় জানাজানি হয়।

মঙ্গলবার সকালে শিশুর পরিবারের সদস্যরা মাদরাসায় ছুটে যান। তারা অভিযুক্ত ফখরুলকে দেখতে পেয়ে ঝাপটে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ওই মাদরাসায় গিয়ে অভিযুক্ত ফখরুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles