পরের বছরই কি শেষ বারের মতো বিশ্বকাপ খেলতে চলেছেন নেইমার? ব্রাজিলের তারকা ফুটবলারের কথায় তেমনই ইঙ্গিত। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে নেইমার বলেছেন, কাতার বিশ্বকাপের পর ফুটবল খেলার মতো মানসিক শক্তি পাবেন কি না সেটা জানা নেই তাঁর।
নেইমার বলেছেন, “আমার মনে হয় এটাই শেষ বিশ্বকাপ। কারণ এর পরে ফুটবল খেলার মতো মানসিক শক্তি হয়তো আমার থাকবে না। তাই এই বিশ্বকাপটা যাতে সব থেকে ভাল কাটে তার জন্য সব রকম ভাবে চেষ্টা করব। দেশের হয়ে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। কারণ ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল। আশা করি সেই স্বপ্ন সফল হবে।”
২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপই ছিল নেইমারের প্রথম। সেবার কোয়ার্টার ফাইনালে মারাত্মক চোট পান তিনি। ফলে জার্মানির বিপক্ষে আর সেমিফাইনাল খেলা হয়নি তার। সেই ম্যাচে জার্মানির সাথে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় তার দল। ২০১৮ সালে চোটে না পড়লেও রোমেলু লুকাকুর দুরন্ত পারফরমেন্সে বেলজিয়ামের সাথে হেরে আবারও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে ব্রাজিল। সূত্র: আনন্দবাজার পত্রিকা