12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

‘আপত্তিকর’ ছবি প্রকাশ: মিয়ানমারের মডেলের ছয় বছরের কারাদণ্ড

‘আপত্তিকর’ ছবি প্রকাশ: মিয়ানমারের মডেলের ছয় বছরের কারাদণ্ড - the Bengali Times
মডেল ন্যাং মোয়ে স্যান

‘আপত্তিকর’ ছবি ও ভিডিও পোস্ট করার দায়ে মিয়ানমারের এক নারী মডেলকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক নিয়ন্ত্রিত জান্তা আদালত। সপ্তাহ দুয়েক আগে ন্যাং মোয়ে স্যান নামে ওই মডেলের বিরুদ্ধে দেশের ‘সংস্কৃতি ও মর্যাদা’ ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়।

ন্যাং মোয়ে স্যান প্রাপ্তবয়স্কদের উপযোগী একটি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। তিনি ইয়াংগুনের নর্থ ডেগন উপশহরের বাসিন্দা।

- Advertisement -

আগে চিকিত্সা পেশায় থাকলেও বর্তমানে মডেল হিসেবে বেশ পরিচিত।

মডেল ন্যাং মোয়ে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এর কয়েকটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছিলেন।

মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ বলেছে, ন্যাং মোয়ে স্যানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ছবি ও ভিডিও বিতরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য তাকে বিচারের আওতায় আনা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles