
চিত্রনায়িকা শবনম বুবলীর বেবি বাম্প এবং মাতৃত্বের গুঞ্জনে মেতে আছে ঢালিউড। কান পাতলে শোনা যাচ্ছে, তিনি এর মধ্যেই মা হয়েছেন। যদিও এসব এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।
আর এই বিষয়টিকে ইঙ্গিত করেই আজ অন্য এক বার্তা দিলেন সাহসী ও গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মন্তব্য, এ সময় একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে পিতৃপরিচয় জরুরি নয়। কেউ চাইলে সিঙ্গেল মাদার হতেই পারেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জ্যোতির দাবি, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’
অবশ্য মা হওয়ার পর সেটা নিয়ে লুকোছাপা করার পক্ষপাতী নন জ্যোতি। এ নিয়ে তার ভাষ্য, ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’