13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কেউ কারও সঙ্গে কথা বলেননি শাকিব-বুবলী

কেউ কারও সঙ্গে কথা বলেননি শাকিব-বুবলী

শাকিব বুবলী

সারাদেশ যখন ‘শাকিব বুবলী’ ইস্যুতে মগ্ন ঠিক তখনই সব বিতর্ক পেছনে ফেলে ক্যামেরার সামনে দাড়ান ঢাকাই সিনেমার জনপ্রিয় এই দুই তারকা। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁতে সিনেমার গানের শুটিংয়ে অংশ নেন। গানের শুটিংয়ের জন্য প্রায় ৯ মাস ছবির কাজ আটকে ছিল।

নানা বিব্রতকর পরিস্থিতির পর গতকাল কড়া নিরাপত্তায় শুটিং করেন শাকিব বুবলী। দিনভর গানের শুটিং করলেও তাদের দুজনের কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। দৃশ্যধারণ শেষ হতে না হতেই দুজনেই আলাদা দুই জায়গায় গিয়ে বসেন। পরিচালকের ডাক পড়লে আবার তারা ক্যামেরার সামনে এসে দাঁড়াতেন। তাই তো ভিন্ন ধরনের পরিকল্পনায় রোমান্টিক ধাঁচের এই গানের শুটিং করতে হয়েছে। নায়ক–নায়িকা দুজনের সিদ্ধান্তের কারণেই এমন বদল আনতে হয়েছে বলে জানান শুটিং–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

- Advertisement -

গত শুক্রবার সকালে শাকিব খান ও বুবলীর আড়াই বছর বয়সী সন্তান শেহজাদ খানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। ফেসবুকে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনে তাদের সন্তানের খবরটি প্রকাশ্যে আনেন।

- Advertisement -

Related Articles

Latest Articles