2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রভাসের হাত ছেড়ো না কৃতি বিয়ে করে ফেলো, টুইটারে ভক্তের আকুতি

প্রভাসের হাত ছেড়ো না কৃতি বিয়ে করে ফেলো, টুইটারে ভক্তের আকুতি - the Bengali Times
দক্ষিণী সুপারস্টার প্রভাস বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন

দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’ সিনেমাটির শুরু থেকেই আলোচনার কেন্দ্রেবিন্দুতে তারা।
বলিউড টিনসেলে জোর গুঞ্জন, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রভাস ও কৃতি। যদিও এই জুটি অফিসিয়ালি এখনো কিছু ঘোষণা করেননি। সম্পর্কের সূচনা হয় ‘আদিপুরুষ’ সিনেমার সেটে। শুটিং করতে গিয়ে একে অপরের খুব কাছাকাছি চলে আসেন। এরপর মন দেওয়া-নেওয়া। টিভিনাইন

বিগ বাজেটের এই সিনেমাটিতেও থাকছে নানা চমক। যা একে একে সামনে আনছেন নির্মাতা-প্রযোজকরা। তবে প্রথম টিজার মুক্তি পেতেই সমালোনার মুখোমুখিটিজার সামনে আসতেই শুরু সমালোচনা প্রভাসের আদিপুরুষ ছবি নিয়ে।

- Advertisement -

২ অক্টোবর জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আদিপুরুষ’ সিনেমার টিজার প্রকাশ করা হয়। সেখানে এই জুটির সখ্যতা নেটিজেনদের নজর কাড়ে। দুজনের হাত ধরাধরি, একসঙ্গে দিয়া জ্বালানো, ঘাম মোছার জন্য প্রভাসকে কৃতির ওড়না এগিয়ে দেওয়া এসবকিছু গুঞ্জনের পালে নতুন হাওয়া দিচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles