9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

একটা সময় কাউকে কেয়ার করতাম না : শবনম ফারিয়া

একটা সময় কাউকে কেয়ার করতাম না : শবনম ফারিয়া - the Bengali Times
শবনম ফারিয়া

একটা সময় কাউকে কেয়ার করতেন না শবনম ফারিয়া, তবে সময়ের বহমান ধারায় অনেক কিছুই বদলে গেছে বলে জানালেন দেবীখ্যাত অভিনেত্রী।

নিজের ফেসবুকে হ্যান্ডেলে ফারিয়া লিখেছেন, ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসত যেত না আমার। ’

- Advertisement -

তিনি বলেন, ‘এইটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা না। যা মাথায় আসত লিখে ফেলতাম।

বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। ’
এখন মনে করেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। ’

ফারিয়া বলেন, ‘অনেক কিছুর বিচার চাইতে চেয়েও আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে , revenge of nature এর আকুতি করাও হয়তো ভালো। ’

শবনম ফারিয়া পারিবারিক সফরে এই মুহূর্তে ভারতে রয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles