5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিএনপি নয়, আ.লীগই নির্বাচনকে ভয় পায়

বিএনপি নয়, আ.লীগই নির্বাচনকে ভয় পায় - the Bengali Times

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। বিএনপি নির্বাচনে ভয় পায় না। আওয়ামী লীগই নির্বাচনে ভয় পায়।

- Advertisement -

আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচন করতেই চাই। কিন্তু সেটা তো হতে হবে নির্বাচনের মতো। ভোটের আগের রাতে নির্বাচন হয়ে যাবে, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে, বিরোধী দলের প্রার্থীরা কেউ প্রচারণা চালাতে পারবে না, এটা তো হতে পারে না।’

তিনি বলেন, নির্বাচনে ‘আমাদের ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। বরং উল্টো তারাই ভীতু হয়ে আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা ক্ষমতায় আসতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‌‘তারা (সরকার) চান বিরোধী দল নির্বাচনে না আসুক। উনারা ফাঁকা মাঠে গোল দিতে চান। দেশে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles