17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ: গ্রেফতার প্রধান আসামি

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ: গ্রেফতার প্রধান আসামি - the Bengali Times

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. টিপুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

ঘটনার চারদিন পর শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. টিপু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়ার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ অপর তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কিশোরীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, টিপু এবং ওই কিশোরী দূর সম্পর্কের মামাতো ও ফুফাতো ভাই-বোন। মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে চাচাতে বোনের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে বাড়িতে রেখে তার মা-বাবা বাড়ি চলে যান। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে টিপু পালিয়ে যান।

পরে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সূত্র : বাংলানিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles