6.4 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এক বছরের সাজার ভয়ে ১৩ বছর পলাতক! অতঃপর …

এক বছরের সাজার ভয়ে ১৩ বছর পলাতক! অতঃপর … - the Bengali Times

যৌতুক মামলায় ২০০৯ সালে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে ১৩ বছর ধরে পলাতক ছিলেন বাদল আলী (৩৮)।

- Advertisement -

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

এ সময় আব্দুর রশিদ (২৮) নামের আরেক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত বাদল শিবগঞ্জের মরাসটোলা গ্রামের কালু মন্ডলের ছেলে এবং রশিদ মোড়লপাড়া গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles