
শনিবার রাতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজ লিখেছেন, ‘অহঙ্কার পতনের মুল। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। ’
মিমের এমন স্ট্যাটাসটি ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। কাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাস দিলেন মিম?
মিমকে জিজ্ঞেস করতেই এই অভিনেত্রী কৌশলী হয়ে এড়িয়ে গেলেন। বললেন, তেমন কিছুই না। একটা প্রবাদ শেয়ার করলাম মাত্র।
এদিকে বর্তমানে হাওয়ায় ভাসছেন মিম। নতুন জীবনে শুরুর পর থেকেই তার অভিনীত ‘পরাণ’ ইতিহাস সৃষ্টিকরা ব্যবসা করেছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ‘পরাণ’ প্রশংসিত হচ্ছে।
ছবিটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার মুক্তি পাচ্ছে মিম অভিনীত আরেক ছবি ‘দামাল’। ২৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি।