17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নিজের কাছেই কেমন যেন লাগে: বুবলী

নিজের কাছেই কেমন যেন লাগে: বুবলী - the Bengali Times
বুবলী

শাকিব-বুবলীকে সরগরম থাকা চলচ্চিত্রেশিল্পের আরেক আলোচনা আসে বুবলীর শুটিং নিয়ে। জানা গেছে, বুবলী বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই শুটিং সেটে বুবলীর সাক্ষাৎ পেতে ভীড় করেন সংবাদকর্মীরা। কিন্তু তাদের সঙ্গে তিনি যথাযথ আচরণ করেননি। এর আগে শাকিব-বুবলী দুজনের বাড়ির সামনে গেলেও দেখা মেলেনি তাদের।

সম্প্রতি এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে বুবলী জানান, আমি কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। আপাতত আমার কাজেই মন দিতে চাই; যা বলার ইতোমধ্যেই তা তো বলেই দিয়েছি। যা আপনারা জেনেছেন। এখন নতুন করে আর কী বলব।

- Advertisement -

চিত্রনায়িকা আরও জানান, আমার শুটিং সেটগুলোতে যেভাবে সংবাদকর্মীরা ভীড় করছেন, তাতে নিজের কাছেই কেমন যেন লাগে! সবকিছু আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরও সাপোর্ট পাব।

- Advertisement -

Related Articles

Latest Articles