9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শৈশবে যে তারকা অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান

শৈশবে যে তারকা অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান - the Bengali Times
সালমান ও রেখা

বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রেখার জন্মদিন আজ। রেখার আসল নাম ভানুরেখা গনেশন। তিনি দক্ষিণী অভিনেতা জেমিনি গনেশন এবং তেলেগু অভিনেত্রী পুষ্পাভ্যাল্লির সন্তান। ভারতের চেন্নাইয়ে ১০ অক্টোবর, ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। বলিউডের তারকাদের কাছে তিনি এখনো রোলমডেল। রেখার ভক্তদের তালিকায় নাম আছে বলিউড সুপারস্টার সালমান খানেরও।

‘সিলসিলা’খ্যাত অভিনেত্রী রেখার জন্মদিনে পুরনো একটি ভিডিও ফের সামনে চলেছে এসেছে। সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে একবার অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রেখা। সেখানে সালমানের সামনেই রেখা জানান, ‘আমি সকাল সকাল হাঁটতে বের হতাম। তখন সালমান খান খুবই ছোট। তার বয়স আটের বেশি হবে না। আমি হাঁটতাম। আর পিছে পিছে সাইকেল চালাতো সালমান। নিজের অজান্তেই ছোট্ট সালমান আমার প্রেমে পড়ে গিয়েছিল। বাড়ি গিয়ে সালমান তার পরিবারের সদস্যদের বলেছিল, বড় হয়ে সে ওই মেয়েকেই (রেখা) বিয়ে করবে’।

- Advertisement -

রেখার কথা শুনে সালমান হেসে দিয়ে বলেন, ‘এজন্যই হয়তো আমার এখনো বিয়ে হয়নি’। তার মুখের কথা কেড়ে নিয়ে রেখা রসিকতা করে বলেন, ‘হয়তো, এজন্যই আমি বিয়ে করিনি’।

- Advertisement -

Related Articles

Latest Articles