17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নুসরাতের আদুরে পোস্ট, কেক, শুভেচ্ছাবার্তায় যশের জন্মদিন

নুসরাতের আদুরে পোস্ট, কেক, শুভেচ্ছাবার্তায় যশের জন্মদিন - the Bengali Times
ছবি সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। পাহাড়ের কোলে নরম মেখে হাসির মাখামাখি নায়িকা। আর তার কাছাকাছি এসে তার দিকে তাকিয়ে রয়েছেন যশ।

আজ তার জন্মদিন। সকালেই আদুরে পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরাত জাহান। আর বেলা গড়াতেই বিশাল চকোলেট কেক, মোমবাতিতে জমজমাট যশ দাশগুপ্তর জন্মদিন।

- Advertisement -

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। পাহাড়ের কোলে নরম মেখে হাসির মাখামাখি নায়িকা। আর তার কাছাকাছি এসে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘শুভ জন্মদিন hon যশ দাশগুপ্ত। তোমার জীবন খুশিতে ভরে উঠুক। ভালোবাসা শুভকামনা।’

এরপর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন যশ। সেখানে দেখা যাচ্ছে, সিংহের ছবি দেওয়া ২ তলা চকোলেট কেক কাটছেন তিনি। ‘আরও একটা বছর চলে গেল। আরও অনেকগুলো বছর আসবে। সবাইকে শুভকামনার জন্য ধন্যবাদ।’

সূত্র: এবিপি আনন্দ

- Advertisement -

Related Articles

Latest Articles