17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অমৃতা রাওকে চড় এষার, হেমা মালিনী বললেন ‘বেশ করেছ’

অমৃতা রাওকে চড় এষার, হেমা মালিনী বললেন ‘বেশ করেছ’ - the Bengali Times
ছবি সংগৃহীত

শুটিঙের সময় ফ্লোরে উত্তেজনা বাড়তে থাকে। সবার মেজাজ সপ্তমে। কাজেই মতবিরোধ, অশান্তি স্বাভাবিক ঘটনা। সিনেমার সেটে সহ-অভিনেত্রী অমৃতা রাওকে চড় মেরেছিলেন এষা দেওল। যা নিয়ে একটুও অনুতপ্ত নন হেমাকন্যা। তা ছাড়া, মা হেমা মালিনীও সমর্থন করে মেয়েকে বলেন, ‘বেশ করেছ।’

২০০৫ সাল। ‘পেয়ারে মোহন’ ছবির সেটে হঠাৎ বচসা শুরু হয় দুই নায়িকার। এষার দাবি, তাকে উত্ত্যক্ত করছিলেন অমৃতা। একসময় এতই রেগে যান যে ঘুরিয়ে চড় মেরে বসেন এষা।

- Advertisement -

পরে এ প্রসঙ্গে কথা উঠলে এষার সাফ জবাব, ‘যদি কেউ কিছু ভুল করে এবং কথা বলে সেটা না শুধরানো যায়, সে ক্ষেত্রে হাত চলবে এটাই স্বাভাবিক।’ পাশে ছিলেন ‘ড্রিম গার্ল’ হেমাও। মেয়ের কথার মাঝখানে বলে ওঠেন, ‘দেখুন, কেউ যদি সোজা কথায় কোনো কিছু না বোঝে তা হলে আমাদের অন্য পন্থা নিতেই হয়।’

বাকিটা শেষ করেন এষা। মায়ের কথার সুর ধরে বলেন, ‘হাতদুটো আর রয়েছে কী করতে, যদি কাজেই না লাগালাম?’

আগেও এষা বলেছিলেন, শুটিং ফ্লোরে সকলের সামনে তাকে হেনস্তা করছিলেন অমৃতা। পরিচালক ইন্দ্র কুমার থেকে শুরু করে চিত্রগ্রাহক সবাই ছিলেন। রীতিমতো অপমানিত বোধ করেন অভিনেত্রী। তাই নিজের সম্মান বাঁচাতেই অন্য উপায়ে অমৃতার মুখ বন্ধ করার সিদ্ধান্ত নেন। অমৃতাও নাকি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। ক্ষমা চেয়েছিলেন। ‘ধুম’ নায়িকা ক্ষমাও করে দিয়েছিলেন তাকে সে বারের মতো। আর কোনো খারাপ লাগা পুষে রাখেননি কেউই।

- Advertisement -

Related Articles

Latest Articles