9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মানুষের কত রূপ তা ইন্ডাস্ট্রিতে এসে বুঝেছি: নার্গিস ফাখরি

মানুষের কত রূপ তা ইন্ডাস্ট্রিতে এসে বুঝেছি: নার্গিস ফাখরি - the Bengali Times
বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি পুরোনো ছবি

ইন্ডাস্ট্রিতে পা রেখেই ছকভাঙা অভিনয়। নার্গিস ফখরিকে লোকে আবিষ্কার করেন ‘রকস্টার’ ছবির ‘হির’ চরিত্রে। যে চরিত্রে অনেক বলিউড অভিনেত্রীই নাকি বাতিল হয়েছিলেন। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। যদিও ব্যক্তি জীবনে খুব ভালো কিছু করতে পারেননি নার্গিস।

আগে ছিলেন সরল-সাদাসিধে মানুষ। ইন্ডাস্ট্রিতে এসে বিপদে পড়েছিলেন। এক ঝটকায় অনেক কিছুই বদলে নিতে হয়েছে তাকে। এখন প্রতিনিয়ত নিজেকে খাপ খাইয়ে নিতে হচ্ছে তাকে। কেমন ছিল অনভ্যস্ত নতুন জীবন। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে সাদাসিধে জীবন ছিল আমার। কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে রোজ পালিয়ে যেতে ইচ্ছে হত। মানুষের কত রূপ তা ইন্ডাস্ট্রিতে এসে বুঝতে পেরেছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles