16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কেন্দ্রীয় ছাত্রলীগে ভূয়া পদ, এলাকায় ব্যাপক সংবর্ধনা

কেন্দ্রীয় ছাত্রলীগে ভূয়া পদ, এলাকায় ব্যাপক সংবর্ধনা - the Bengali Times

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভূয়া সহসম্পাদক পদ ব্যবহার করে এলাকায় ব্যাপক সংবর্ধনা নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা শারফিন রেজা দীপ্ত এক যুবক।

- Advertisement -

শনিবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা উপজেলায় বিলাশবহুল গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে পুরো এলাকা ঘুরেন শারফিন রেজা। তিনি ভূইয়া একাডেমির এলএলবির শিক্ষার্থী

চাইলে শারফিন রেজা দীপ্ত বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ভূল বুঝাবুঝি হয়েছে।

এই বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখাক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগের সহসম্পাদক পদে শারফিন রেজা দীপ্ত নামে কোনো পদ দেওয়া হয়নি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের বিষয়ে শারফিন রেজা প্রশ্ন করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

এ দিকে শারফিন রেজা বিষয়টি অস্বীকার করলেও তার ফেসবুকে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি তার ফেসবুক প্রোফাইলে নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বলে উল্লেখ করেছেন।

শুধু তাই নয়, নিজের ফেসবুকেই পদ পাওয়ার সংবর্ধনার ভিডিও শেয়ার করেছেন শারফিন রেজা। একইসঙ্গে পদ পাওয়ার পর ফেসবুকে বিশাল শোডাউনের ভিডিও শেয়ার করেছেন তিনি।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles