5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঝালমুড়ি বিক্রেতা থেকে তিনি হঠাৎ ‘জিনের বাদশাহ’!

ঝালমুড়ি বিক্রেতা থেকে তিনি হঠাৎ ‘জিনের বাদশাহ’! - the Bengali Times

‘জিনের বাদশা’ সেজে গ্রামের সহজ-সরল লোকদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন দুই ব্যক্তি। প্রায় দেড় বছর ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সাহেব খানপাড়ার ইসহাকের দুই ছেলে বাপ্পী বৈদ্য ও আরাফাত এ প্রতারণা করছেন।

- Advertisement -

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে সরেজমিন দেখা যায়, বাপ্পী বৈদ্যের বাড়িতে চকরিয়ার বিভিন্ন এলাকার নারী-পুরুষের ভিড়। উপজেলার কৈয়ারবিল এলাকা থেকে চিকিৎসা নিতে আসা বশির আহমদ জানান, গত এক মাসে চারবার এসে বাপ্পী বৈদ্যের কাছে চিকিৎসা নিয়েও কোনো সুফল পাননি। তাই আজকে এসেছি টাকা ফেরত নিতে।

বাপ্পী বৈদ্যের ছোটভাই আরাফাত বলেন, দুই বছর আগে বাজারে বাজারে ঝালমুড়ি বিক্রি করত তার বড়ভাই বাপ্পী। বর্তমানে জিনের সন্ধান পাওয়ায় আল্লাহর রহমতে তাদের আর ঝালমুড়ি বিক্রি করতে হয় না। এখানে তাদের প্রচুর ইনকাম হয়।

তিনি আরো বলেন, প্রতিদিন তাদের বাড়িতে চিকিৎসা নিতে মানুষ লাইন ধরে। প্রশাসনকে ম্যানেজ করে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান।

এলাকার চেয়ারম্যান-মেম্বার সবাই তাদের কার্যক্রমের বিষয়ে জানেন বলেও জানান আরাফাত।

সূত্র: ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles