9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমি একটা আইফোন ফ্রিক : পরীমণি

আমি একটা আইফোন ফ্রিক : পরীমণি - the Bengali Times
ছবি সংগৃহীত

সময়ের আলোচিত ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। তার জন্মদিন নিয়ে সব সময়ই বেশ উচ্ছ্বসিত থাকেন। প্রতি বছর (২৪ অক্টোবর) নিজের জন্মদিনটাকে বরাবরই আলাদাভাবে উৎযাপন করেতে পছন্দ করেন এই নায়িকা।

তবে এবার আগেভাগেই নিজেকে জন্মদিনের অগ্রিম পুরস্কার দিলেন পরী, জানালেন শুভেচ্ছাও।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে আইফোন পুরস্কার দিয়ে পরী লিখেছেন, নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপিবার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles