2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পালিয়ে যাওয়ার সময় প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক

পালিয়ে যাওয়ার সময় প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক - the Bengali Times
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে পরকীয়া সম্পর্কের জেরে পালাতে গিয়ে প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুরের আমলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিসা এলাকার আব্দুল খালেকের ছেলে হালিম ইসলাম (২৫) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে প্রবাসী সজিব হোসেনের স্ত্রী পাপিয়া খাতুন (১৯)।

- Advertisement -

আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মালয়েশিয়া থাকায় সজিব হোসেনের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার হালিম ইসলামের। একপর্যায়ে রোববার তারা দুজনে পালিয়ে আসেন। আমলা বাজার এলাকায় তাদের চলাফেরা সন্দেহভাজন হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়।

এসআই বলেন, জিজ্ঞাসাবাদে তারা পরকীয়া সম্পর্কের জেরে পালিয়ে আসার কথা স্বীকার করেন। পরে তাদের আটক করে মিরপুর থানায় সোপর্দ করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles