17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভিক্ষা না দিয়ে তোপের মুখে কাজল

ভিক্ষা না দিয়ে তোপের মুখে কাজল - the Bengali Times

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজল। সম্প্রতি পথশিশুকে ভিক্ষা না দিয়ে তোপের মুখ পড়েছেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক পথশিশু এসে কাজলের কাছে টাকা চায়।

- Advertisement -

কাজল ছোট মেয়েটির মাথায় হাত বোলাতে বোলাতে হাঁটতে থাকেন। একপর্যায়ে গাড়িতে উঠে যান।

কিন্তু মেয়েটি কাজলের গাড়ির দরজায় টোকা দিয়ে টাকা চাইতে থাকে। তারপর দরজা খুলে মেয়েটিকে কিছু অর্থ দেয় তিনি। এরপরে ছোট এক ছেলে আসে। ততক্ষণে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন কাজল।

ছেলেটি দরজার কাচে টোকা দিয়ে টাকা চাইতে থাকে। কিন্তু এবার আর টাকা না দিয়ে হাত নাড়িয়ে গাড়ি নিয়ে চলে যান কাজল। কাজল কেন ছেলেটিকে টাকা দিলেন না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এ নিয়ে তুপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আপনি এত বিখ্যাত মানুষ। আর বাচ্চাদের ১০০/৫০ টাকাও দিতে পারেন না?’ আরেকজন লিখেছেন, ‘আপনি এত গরীব যে ছেলেটিকে ২০ টাকাও দিতে পারলেন না।’

এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। পাশাপাশি অনেকে বলেছেন, ‘এসব বাচ্চার বাবা-মায়ের উচিত ভিক্ষা বন্ধ করে, তাদের স্কুলে পাঠানো।’

সূত্র: এনডিটিভি।

- Advertisement -

Related Articles

Latest Articles