9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘বাবা আমাকে শারীরিক নির্যাতন করতো’

‘বাবা আমাকে শারীরিক নির্যাতন করতো’ - the Bengali Times
অভিনেত্রী উরফি জাভেদ

শনিবার (১৫ অক্টোবর) ২৫ বয়সে পা দিয়েছেন বিগ বস ওটিটি খ্যাত অভিনেত্রী উরফি জাভেদ। বোল্ড স্টাইল স্টেটমেন্টের জন্য বারবার বিতর্কে থাকেন এই অভিনেত্রী। তবে উরফি কোনো বিতর্ককে তোয়াক্কা না করেই আপন ছন্দে নিজের পছন্দ মতো হট অ্যান্ড বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন।

শনিবার ২৫তম জন্মদিন উপলক্ষে তার জীবনের বেদনাদায়ক এক অধ্যায়ের বর্ণনা দিয়েছেন এই অভিনেত্রী। নিজের বাবার কাছে প্রায় দুবছর নাকি শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাবার সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেন উরফি।

- Advertisement -

উরফি বলেন, মাত্র ১১ বছর বয়সে আমার ছবি অ্যাডাল্ট সাইটে পোস্ট করা হয়। এরপর আত্মীয়স্বজনরা আমাকে খুব কটাক্ষ করতো। নীল ছবির নায়িকা বা পর্ণস্টার বলেও আমাকে চূড়ান্ত অপমান করা হতো।

তিনি আরও বলেন, একটা সময় কল সেন্টারে কাজ করে পেট চালিয়েছি। বাবার অত্যাচার সহ্য করতে না পেরে দিল্লী আসার পর কল সেন্টারে চাকরি করতাম। বাবার কাছে প্রায় দু’বছর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন হয়েছি আমি। একজন ফ্যাশন ডিজাইনারের অ্যাসিস্টেন্ট হিসাবে কাজও করেছিলাম।

- Advertisement -

Related Articles

Latest Articles