8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

স্ত্রীর তৈরি চিত্রনাট্যে তামিল সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি

স্ত্রীর তৈরি চিত্রনাট্যে তামিল সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি - the Bengali Times
মাহেন্দ্র সিংহ ধোনি ও তার স্ত্রী সাক্ষী সংগৃহীত ছবি

আইপিএলে তিনি খেলেন চেন্নাইয়ের দলে। সেই থেকেই ভারতীয় দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবেই ডাকা হয়। ক্রিকেটের পর এ বার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ধোনির স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।

- Advertisement -

ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নতুন প্রজন্মের গ্রাফিক নভেল ‘অথর্ব’।

এদিকে ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত আর্টিস্টদের নাম আর ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রমেশ।

- Advertisement -

Related Articles

Latest Articles