5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘একসঙ্গে ২ পুরুষের সঙ্গে প্রেম করো না’

‘একসঙ্গে ২ পুরুষের সঙ্গে প্রেম করো না’ - the Bengali Times
সুহানা খান

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড বাদশা শাহরুখ কন্যা সুহানা খানের একটি ছবি হঠাৎ ভাইরাল হয়। ছবিতে দেখা গেল, গাড়িতে সুহানার পাশে বসে আছেন এক যুবক। পাপারাৎজিদের ক্যামেরার সামনে সুহানা ও ছেলেটি দু’জনেই মুখ ঢেকেছেন। আর তা থেকেই উঠেছে প্রশ্ন! সুহানার সঙ্গে ছেলেটি কে? তাহলে ছেলেটি কি সুহানার প্রেমিক!

তবে মেয়ে সুহানার প্রেম নিয়ে মন্তব্য করেছেন মা গৌরী খান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে গৌরী বললেন, আমি সুহানাকে স্পষ্টই বলি। প্রেম করো, ডেট করো কিন্তু একসঙ্গে দুজন পুরুষের সঙ্গে প্রেম করো না। না হলেই গণ্ডগোল। শুধু মেয়ের প্রেম নয়, শাহরুখের সঙ্গে নিজের প্রেম নিয়েও অকপট গৌরী। স্পষ্টই করণকে জানালেন, শাহরুখ আর তাঁর প্রেম একেবারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ছবির মতো। সিনেমার মতোই চ্যালেঞ্জিং ছিল তাদের প্রেম।

- Advertisement -

নানা সময়ই ছবি শিকারীদের ক্যামেরার সামনে পড়েন সুহানা খান। কখনও ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গেছে সুহানাকে। তবে বেশিরভাগ সময়ই ক্যামেরা থেকে দূরেই থাকেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles