2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পার্টিতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সুজানে, বলিউডে তোলপাড়

পার্টিতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সুজানে, বলিউডে তোলপাড় - the Bengali Times

দীপাবলি পার্টিতে হাতে হাত ধরে ঘুরতে দেখা গেল বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান ও প্রেমিক অভিনেতা আর্সলান গনিকে।

- Advertisement -

ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় সুজানে-আর্সলানকে। সবার সামনে প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন করে চুম্বন খেলেন তারা। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে হৈচৈ পড়ে গেছে বলিউডপাড়ায়।

সেই রোমান্টিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজিক মাধ্যমে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে অভিনেতা কৃষাণ কুমারের দীপাবলির পার্টিতে হাজির হয়েছিলেন এই যুগল। সেখানেই সবার মাঝে একে অপরের গালে চুম্বন করেন।

২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তারা বিচ্ছেদ করেন। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর হৃতিকের জীবনে এসেছেন সাবা আজাদ। ইদানীং প্রায়শই হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যায়।

হৃতিকের মতোই আর্সলানের হাত ধরে নতুন করে পথচলা শুরু করেছেন সুজান। গত আগস্টে খবর ছড়ায়, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। দীপাবলির পার্টিতে তাদের চুম্বন সেই জল্পনাকে আরো জোরালো করেছে বলে মত ভক্তদের।

- Advertisement -

Related Articles

Latest Articles