2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্যারোলে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও বানালেন সেই রাম রহিম

প্যারোলে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও বানালেন সেই রাম রহিম - the Bengali Times
ফাইল ছবি

ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত রাম রহিম শর্ত সাপেক্ষে প্যারোলে ৪০ দিনের জন্য মুক্তি পেয়েছেন। এই সুযোগে দিওয়ালি উপলক্ষে বানিয়েছেন মিউজিক ভিডিও। ‘শাদি নিট দিওয়ালি’ নামের ওই গানের সুর-লয়-তালে তালে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা ফের পৌঁছে গেছে তুঙ্গে।

ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরপর লক্ষাধিক বার দেখা হয়ে গেছে। কমেন্টবক্সে উঠেছে ঝড়। এদিকে মিউজিক ভিডিও দেখে বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটে তিনি লিখেছেন, ব্রিটেন বা আমেরিকার মতো নয়, ভারতীয় প্যারোল আইনে বেশ কিছু গলদ রয়েছে। প্যারোলে শুধুমাত্র বাছাই করা পছন্দ মতো রাজ্য সরকারি কর্মকর্তাদের ছাড় দেওয়ার প্রবণতা বন্ধ করা উচিত। সময় এসেছে আইন পরিবর্তনের।

- Advertisement -

প্রসঙ্গত, ২০০২ সালে নিজের ম্যানেজারকে খুন, এক সাংবাদিককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন রাম রহিম। গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবে বিধানসভা ভোটের আগেও বিতর্কিত এই ধর্মগুরু ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles