কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকা হতে র্যাব পরিচয় দিয়ে অপহরণের চেষ্টাকালে অপহরণ চক্রের দুজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় অপহৃতকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার র্যাব-১৫-এর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- হ্নীলা জাদীমোরা এলাকার আবুল বশরের ছেলে রবিউল আলম প্রকাশ লাভলু (২৫) ও উলুচামারী এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে মোরশেদ আলম (২৮)।
র্যাব-১৫ জানায়, টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার ২নং ওয়ার্ডের ফয়েজি আলম প্রকাশ শাহিন (২৯) সিএনজিযোগে হ্নীলায় যাচ্ছিলেন। হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী মন্দিরের সামনে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাকে অপহরণ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শাহিনের ব্যবহৃত নম্বর হতে তার বাড়িতে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ ঘটনায় শাহিনের বোন কলিমা আক্তার (২৭) লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অপহৃত ভিকটিমকে হ্নীলা দরগাহ বাজার এলাকা হতে উদ্ধার করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অপহরণকারী চক্রের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হয়েছে।