5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আসল জয়া বচ্চনকে ছাড়িয়ে গেলেন নকল জয়া বচ্চন

আসল জয়া বচ্চনকে ছাড়িয়ে গেলেন নকল জয়া বচ্চন - the Bengali Times

আসল ও নকল জয়া বচ্চন

অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন কিভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, তা কমবেশি সবাই জানেন। এবার তার সেই বাচনভঙ্গি, শরীরী অঙ্গভঙ্গিকে নকল করেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন এক নারী।

ওই ভিডিওয় দেখা যাচ্ছে, অ্যানালি নামের ওই নারী অমিতাভপত্নীর মতো করেই কথা বলছেন। সংবাদমাধ্যমকে ঠিক যেভাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন জয়া, কিংবা কোনো প্রশ্নে নিজের বিরক্তি প্রকাশ করেন, ঠিক সেভাবেই মুখভঙ্গি করছেন অ্যানালি। এর মধ্যেই অ্যানালির এই ভিডিওটি প্রায় ২৫ লাখ মানুষ দেখে ফেলেছেন। ২ লাখেরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন। অ্যানালির মিমিক্রিতে মুগ্ধ সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। তাদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এটা দারুণ’, কেউ লিখেছেন, ‘জয়া বচ্চন নিজেই এই ভিডিও দেখে অবাক হবেন।’ অ্যানালির উদ্দেশে একজন লৈখেন, ‘আপনি জয়া বচ্চনের চেয়েও বেশি জয়া বচ্চন।’

- Advertisement -

অ্যানালি অবশ্য আগেও জয়া বচ্চনকে নকল করে একাধিক ভিডিও বানিয়েছেন। কিন্তু সেগুলো এমন ভাইরাল হয়নি। কিন্তু তার এই ভিডিওটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার পরেই সেটি দ্রুত জনপ্রিয়তা পায়। পোস্টটি শেয়ার করে অ্যানালি জানান, ‘এসব কিছুই নিছক মজা করার জন্য।’

- Advertisement -

Related Articles

Latest Articles